প্রকাশিত: Sat, Mar 2, 2024 10:01 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:37 AM

[১]বেইলী রোডে অগ্নিকাণ্ডের রিপোর্টিংয়ে চূড়ান্ত ব্যর্থতার দায় স্বীকার

ইকবাল খান, সালেহ্ বিপ্লব: [২] এটা অত্যন্ত পরিতাপ ও লজ্জার বিষয় যে, শুক্রবার, ১ মার্চ ২০২৪ প্রকাশিত দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় বেইলী রোডের ভয়াবহ আগুনের খবর প্রচারে আমরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছি। এতো গুরুত্বপূর্ণ একটি খবর আমরা পাঠকের কাছে বিশেষভাবে দূরে থাক, খুব সাধারণভাবেও তুলে ধরতে পারিনি। 

[৩] এটা আমাদের ‘কালেকটিভ’ ব্যর্থতা। এ জন্য আমরা পাঠকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। 

[৪] খবরটির পেছনে যে শ্রম ও মেধা নিয়োজিত করার কথা ছিলো, আমরা তা করতে ব্যর্থ হয়েছি। 

[৫] আমরা এই চরম ব্যর্থতার দায় নিচ্ছি। এ জন্য আমরা প্রাতিষ্ঠানিক শাস্তি মাথা পেতে নিচ্ছি, অফিসনির্ধারিত অর্থদণ্ডও মেনে নিয়েছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনও এমন ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। 

[৬] এই ব্যর্থতার পেছনে যাদের দায় সবচেয়ে বেশি, তারা হলেন সিনিয়র নির্বাহী সম্পাদক ইকবাল মোহাম্মদ খান, সমন্বয়ক নির্বাহী সম্পাদক সালেহ্ বিপ্লব,   বার্তা সম্পাদক মুরাদ হাসান, সমর চক্রবর্তী ও কামরুজ্জামান, সিনিয়র ক্রাইম রিপোর্টার মাসুদ আলম এবং ক্রাইম রিপোর্টার সুজন কৈরী। এদের মধ্যে কেউ কেউ বিধি মেনে অফিসে অনুপস্থিত থাকলেও তারা এই ঘটনার দায় এড়াতে পারেন না।    

[৬.১] একই সঙ্গে রাত দশটার পর বার্তাকক্ষে যারা কর্মরত ছিলেন, তাদেরও ওপরও ব্যর্থতার দায় বর্তায়। তাদের মধ্যে রয়েছেন, সঞ্চয় বিশ^াস, নাহিদ হাসান, মারুফ হাসান ও সাদেক আলী।